Monday, June 21, 2021
Home সাময়িক প্রসঙ্গে ছেলের থাপ্পড় খেয়ে মারা গেলেন ৭৬ বছরের মা!

ছেলের থাপ্পড় খেয়ে মারা গেলেন ৭৬ বছরের মা!

শিখোবাংলায়: দিনে-দুপুরে রাস্তার মধ্যে কথা-কা’টাকা’টি। এক পর্যায়ের ছেলে কষে থা’প্পড়’ লাগালেন ৭৬ বছর বয়সী মায়ের গালে। মা ধ’প করে পড়ে গেলেন ধুলার মধ্যে, তারপরই চলে গেলেন প’রপারে।

ভারতের গুজরাট রাজ্যের দ্বারকায় সম্প্রতি এমন হৃদ’য়বি’দা’রক ঘটনা ঘটেছে। দ্বারকা পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম অবতার কৌর। খবর জি নিউজের।

জানা গেছে, গত সোমবার স্থানীয় সময় বিকেলে ওই ঘটনাটি ঘটে। এর একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ৪৫ বছর বয়সী ছেলে রণবীরের বিরুদ্ধে বিন্দাপুর থানা মা’মলা দিয়ে তাকে গ্রে’ফতার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় রাস্তার মধ্যে ছেলে ও ছেলের স্ত্রীর সাথে ত’র্ক হয়েছিল মায়ের। তাতেই মায়ের ওপর হাত তোলেন রণবীর। উল্লেখ্য, রণবীর মাদ’কা’স’ক্ত। মায়ের সাথে সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে ঝ’গ’ড়া ছিল নিত্যদিনের ঘটনা।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর