Sunday, June 20, 2021
Home শিক্ষাঙ্গন ১১ মাস পর খুলছে দারুল উলুম দেওবন্দের হিফজ ও নূরানী বিভাগ

১১ মাস পর খুলছে দারুল উলুম দেওবন্দের হিফজ ও নূরানী বিভাগ

শিখো বাংলায়.কম: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ ১১ মাস পর খুলছে ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের হিফজ ও নূরানী বিভাগ।

গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ভারতের সব মাদরাসা খুলে দেয়ার মৌখিক অনুমতির দেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক অনুমতি আগামী দু’দিনের মধ্যেই চলে আসবে বলে জানায় কর্তৃপক্ষ। দুইদিন পরই ১১ মাস বন্ধ থাকার পর পাঠদান শুরু হতে যাচ্ছে মাদরাসাটিতে।

দেওবন্দ ভিত্তিক নিউজ ইসলামিক মিডিয়া জানায়, করোনার কারণে বন্ধ থাকা ভারতের কওমি মাদরাসাগুলো খুলতে সরকারের পক্ষ থেকে মৌখিক অনুমতি এসেছে। তবে এখনো আনুষ্ঠানিক অনুমতিপত্র আসেনি। অনুমতি আসলেই পাঠদান শুরু করার কথা জানিয়েছে দেওবন্দ মাদরাসা।

এর আগে এ মাসের শুরুতে সাহারানপুর দেওবন্দের এসপি ‘দেহাত কুমার আশক মিনা’ দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে এসে দারুল উলুমের মুহতামিম, মুফতি আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় মাদরাসার কর্তৃপক্ষ মাদরসাা খোলার বিষয়ে সরকারের অনুমতি চায়। এর পরিপ্রেক্ষিতে মাদরাসা খোলার বিষয়ে সরকার মৌখিক অনুমতি প্রদান করে। সূত্র:ইসলামিক মিডিয়া

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর