Monday, June 21, 2021
Home আন্তর্জাতিক বিশ্ব মসজিদে জামাতে নামায ও দ্বীনী সমাবেশ নিষিদ্ধ করল বাহরাইন!

মসজিদে জামাতে নামায ও দ্বীনী সমাবেশ নিষিদ্ধ করল বাহরাইন!

শিখো বাংলায়.কম: উপসাগরীয় আরব দেশ বাহরাইন করোনা সংক্রমণ বৃদ্ধির অজুহাতে দুই সপ্তাহের জন্য মসজিদে নামাজ এবং অন্যান্য দ্বীনী সমাবেশ নিষিদ্ধ করেছে।

বাহরাইনি বার্তা সংস্থা দেশটির ন্যায়বিচার, ইসলামী বিষয়ক ও অনুদান মন্ত্রণালয়ের বরাতে এ ঘোষণা দিয়েছে। খবর আলআরাবিয়ার।

দেশটির বিচার মন্ত্রণালয়ের মতে, নামাজের খুতবা আহমদ আল-ফাতাহ ইসলামিক সেন্টার থেকে সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে খুবই সীমিত সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করতে পারবেন।

বলা হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য বয়স্ক নামাযীদেরকে করোনার নতুন তরঙ্গের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাহরাইনে এখন পর্যন্ত কোভিড-১৯ এর ১লাখ ৮ হাজার ৮০৭জনের রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ১ লাখ ২ হাজার ২৮৯ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারী) পর্যন্ত করোনায় দেশটিতে মারা গেছে ৩৮৭ জন।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর