Sunday, June 20, 2021
Home মুসলিম বিশ্ব সেহেরের (যাদুর) চিকিৎসায় এই গোসলটি খুবই উপকারী

সেহেরের (যাদুর) চিকিৎসায় এই গোসলটি খুবই উপকারী

শিখো বাংলায়.কম: সেহেরের (যাদুর) চিকিৎসায় এই গোসলটি খুবই উপকারী। সর্বাধিক উপকারিতা বিবেচনায় সিহরের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির র‍্যাংকিং করলে হয়তো এটা সবার উপরে ১ নাম্বারে থাকবে।

গোসলের পদ্ধতি
————————

এক বালতি গোসলের পানি নিন। এরপর সাতটি তাজা বরই পাতা বেটে (সম্ভব হলে পাটায় পিষে) পানিতে গুলান। আর পড়ুন-
১. দুরুদ
২. সূরা ফাতিহা
৩. আয়াতুল কুরসী
৪. সূরা ইখলাস, ফালাক, নাস
৫. দুরুদ

সব সাতবার করে পড়ুন, এবং পড়ার মাঝে মাঝে পানিতে ফুঁ দিন। এরপর এখান থেকে তিন ঢোক পানি পান করুন, বাকিটা দিয়ে গোসল করুন।
ইনশাআল্লাহ প্রথম গোসলেই যাদু নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে একই নিয়মে তিনদিন গোসল করুন।
উল্লেখ্য, এই পানি গরম করবেন না, এর সাথে অন্য পানি মিশাবেন না। আর আপনি চাইলে সাথে যাদু নস্টের প্রসিদ্ধ আয়াতগুলো এবং দোয়া পড়তে পারেন।

আল্লার রহমতে জাদু টোনার চিকিৎসায় এই গোসল খুবই উপকারী। বিভিন্ন যুগের অনেক বিখ্যাত আলেমদের সাজেস্টেড পদ্ধতি এটা। আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। আল্লাহ ভরসা!

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর