মুফতি মাসউদুর রহমান ওবাইদী
মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফিরালে করণীয় কি?
প্রশ্নঃ মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সাথে সালাম ফিরালে করণীয় কি?
উত্তরঃ যদি ইচ্ছাকৃত ভাবে সালাম ফেরায় তাহলে তার নামায নষ্ট হয়ে যাবে৷ পুনরায় তাকে শুরু থেকে নামাজ আদায় করতে হবে৷
যদি অনিচ্ছাকৃত ভাবে সালাম ফেরায় এবং সালাম ফিরানোর পর যদি কোনো কথা না বলে, তাহলে দাঁড়িয়ে বাকি নামাজ পরিপূর্ণ করে নিবে৷

ইমামের সাথে বা ইমামের আগে সালাম ফিরালে সিজদায়ে সাহু দিতে হবে না৷
যদি ইমামের পরে সালাম ফেরায় তাহলে তাকে সিজদায়ে সাহু দিতে হবে৷
দলীলঃ ফতোয়ায়ে শামীঃ 1/599( সাঈদ)
রদ্দুল মুহতারঃ2/72(সাঈদ)৷