Sunday, June 20, 2021
Home আন্তর্জাতিক বিশ্ব কালিমায়ে শাহাদাত পাঠের সময় তিনি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠেন

কালিমায়ে শাহাদাত পাঠের সময় তিনি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠেন

শিখো বাংলায়.কম: ইসলাম গ্রহণ করেছেন কানাডিয়ান এক কিশোরী। গত শুক্রবার ইংল্যান্ডের ক্যামব্রিজ ইসলামিক সেন্টারে তিনি ইসলাম গ্রহণ করেন বলে শনিবার আল কুদস জানিয়েছে।

ক্যামব্রিজ ইসলামিক সেন্টারের এক কর্মকর্তা জানান, মায়ের সাহায্য, সমর্থন ও অনুপ্রেরণায় কিশোরীটি ইসলামে প্রবেশে আগ্রহী হন অত:পর ইসলামধর্ম গ্রহণ করেন।

কালিমায়ে শাহাদাত পাঠের সময় তিনি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠেন বলেও জানান ওই কর্মকর্তা।

আল কুদস কিশোরীর নাম, বয়স কিংবা পেশা কোন কিছুই উল্লেখ না করলেও কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে কিশোরীর ইসলাম গ্রহণের একাধিক স্থিরচিত্র ভাইরাল হয়ে যায়।

চিত্রগুলোতে দেখা যায়, কিশোরীটি মাথায় হিজাব ও মুখে মাস্ক-নেকাব পরিধান করে দাঁড়িয়ে আছেন। দুইহাতে পবিত্র কোরআন বুকের ওপর রাখা; কিছু একটা পড়ছেন। আর তাঁর সামনেই প্রশিক্ষকের ভূমিকায় দাঁড়ানো রয়েছেন একজন আলেম।

বিজ্ঞাপনImage is not loaded

অনলাইনে সক্রিয়রা অপরিচিত এ কিশোরীর ইসলাম গ্রহণে বিপুল আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বেশিরভাগ লোকই নানা স্তুতিবাক্য লিখে কিশোরীর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। সূত্র: আল কুদস ও রামাল্লা নিউজ

জনপ্রিয় খবর