Monday, June 21, 2021
Home আজকের ফতোয়া বিবাহের খুতবা পড়ার সময় ও পড়ার তরীকা

বিবাহের খুতবা পড়ার সময় ও পড়ার তরীকা

মুফতি মাসউদুর রহমান ওবাইদী

বিবাহের খুতবা পড়ার সময় ও পড়ার তরীকা 

প্রশ্নঃ বিবাহের খুতবা ইজাব কবুলের আগে, না পরে? দাঁড়িয়ে, না বসে পড়া সুন্নাত?

 উত্তরঃ সুন্নাত তরিকা হলো বিবাহের মজলিসে প্রথমত খুতবা পড়বে৷ তারপর ইজাব এবং কবুল করানো হবে৷ কাজেই বিবাহের খুতবা ইজাব কবুলের আগে হবে৷         

বিজ্ঞাপনImage is not loaded

খুতবাহ  সমূহের মধ্যে আন্সল তরীকা হলো,দাঁড়ি়যে পড়া৷ তবে জুম’আর খুতবা ব্যতীত অন্য খুতবাহ যদি বসে দেন,তাহলে কোন অসুবিধা নাই৷

দলীলঃ ফতোয়ায়ে আলমগীরী1/146    খুলাছাতুল ফতোয়া1/205

জনপ্রিয় খবর