Wednesday, June 16, 2021
Home সাময়িক প্রসঙ্গে বাবাকে নিয়ে নিজের ফেসবুকে স্মৃতিচারণ করে বলেন আল্লাহ এই নিয়ম না করলেও...

বাবাকে নিয়ে নিজের ফেসবুকে স্মৃতিচারণ করে বলেন আল্লাহ এই নিয়ম না করলেও পারতো: শবনম ফারিয়া

শিখো বাংলায়.কম: চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১৬ জুলাই না ফেরার দেশে চলে যান ফারিয়ার বাবা ডা. মীর আবদুল্লাহ।

বাবাকে নিয়ে নিজের ফেসবুকে স্মৃতিচারণ করেছেন শোবিজের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। ফেসবুক কভারে দিয়েছেন বাবার সঙ্গে নিজের একটি ছবি।

ক্যাপশনে লিখেছেন, ‘মা গল্প বলছিল, বাবা বাসার বাইরে থাকলে নাকি আমি খাওয়ার সময় খুব বিরক্ত করতাম! খেতে চাইতাম না!

বাবা খুব সুন্দর আবৃত্তি করতেন, তাই বাবার কবিতা ক্যাসেট এ রেকর্ড করা থাকতো! বাবা না থাকলে আমায় সেগুলো শুনিয়ে খাওয়ানো হতো।’

অভিনেত্রী আরও লিখেন, ‘আজ প্রায় দেড় বছর ধরে বাবার কণ্ঠটা শুনতে পাই না! আমি জানি, সবাই চলে যাবে, এটাই নিয়ম, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ কিছু নিয়ম না করলেও পারতো! বাবা-মা পৃথিবীর সব চেয়ে বড় নেয়ামত, এত বড় নেয়ামত সরিয়ে না নিলেই কি হতো না?’

বিজ্ঞাপনImage is not loaded

ফারিয়ার এ পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে। এদিকে, প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখেয়েছেন ফারিয়া। ‘আমার আইন আমার অধিকার’ শিরোনামের অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।

জনপ্রিয় খবর