শিখোবাংলায়.কম: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা বুলাহ্ আহম্মেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার সকালে বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বুলাহ্ আহম্মেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। বুলাহ্ আহম্মেদ বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীও ছিলেন। তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের পুত্রবধূ।

