Wednesday, June 16, 2021
Home আন্তর্জাতিক বিশ্ব পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা রফি উসমানি গত কয়েকদিন যাবত অসুস্থ, দোয়ার আবেদন

পাকিস্তানের গ্র্যান্ড মুফতি আল্লামা রফি উসমানি গত কয়েকদিন যাবত অসুস্থ, দোয়ার আবেদন

শিখো বাংলায়.কম: পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানীর ভাই, দারুল উলুম করাচির মুহতামিম মুফতি রফি উসমানী কয়েকদিন যাবত অসুস্থতায় ভোগছেন। মুসলিম ভাইদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার।

বাসিরাত অনলাইন বরাতে জানা যায়, গত কয়েকদিন যাবত তিনি শারীরিক নানান সমস্যায় ভোগছেন। তার জন্য দারুল উলুম করাচির ছাত্র শিক্ষকগণ প্রতিদিন কুরআন খতম করে দোয়া করছেন।

মুফতি রফি উসমানী মারেফুল কুরআনের প্রণেতা মুফতি শফি রহ. এর বড় সন্তান। তিনি পকিস্তানের গ্রান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান আন্দোলনের অন্যতম প্রথিকৃত হিসেবেও পরিচিত তিনি।

তিনি বর্তমানে পাকিস্তানের গ্রান্ড মুফতী এবং পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যাপিঠ দারুল উলুম করাচীর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী এবং মাওলানা ওয়ালী রাজীর ভাই। এছাড়াও তিনি জামিয়াতুল উলামা, ইউ এস এ-এর একজন সদস্য।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর