Tuesday, June 15, 2021
Home আজকের ফতোয়া আমাদের সমাজে অনেক মানুষ যখন আশ্চর্যের কিছু দেখে বা শুনে তখন বলে...

আমাদের সমাজে অনেক মানুষ যখন আশ্চর্যের কিছু দেখে বা শুনে তখন বলে “সবই আল্লাহর লীলা খেলা” এ কথা বলার বিধান কি?

আমাদের সমাজে অনেক মানুষ যখন আশ্চর্যের কিছু দেখে বা শুনে তখন বলে “সবই আল্লাহর লীলা খেলা” এ কথা বলার বিধান কি?

 

মুফতি মাসউদুর রহমান ওবাইদী

প্রশ্ন: আমাদের সমাজে অনেক মানুষ যখন আশ্চর্যের কিছু দেখে বা শুনে তখন বলে “সবই আল্লাহর লীলা খেলা!” এ কথা বলার বিধান কি? আর যে বলবে তার বিধান কি?

উত্তর: লীলা শব্দের অর্থ: কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া, দেবতার খেলা (রাসলীলা), দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা) [bangladict .com]

বিজ্ঞাপনImage is not loaded

লীলা খেলা’ শব্দের সাথে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের সঙ্গে লীলা খেলার এক নোংরা ও অশ্লীল ‘প্রেম কাহিনী’ জড়িয়ে রয়েছে।

হিন্দুশাস্ত্রে কথিত আছে, কার্তিক মাসে দুর্গাপুজোর পর পূর্ণিমাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে ‘লীলা’-য় মেতেছিলেন শ্রীকৃষ্ণ।

এটাকে‌ ‘রাসলীলা’ও বলা হয়। রস’ শব্দ থেকে ‘রাস’-এর উৎপত্তি। ‘রস’ মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। [Oneindia .com]

এখান থেকেই আমাদের সমাজে এ কথাটি প্রচলিত যে,

“কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ!”

মোটকথা, লীলা খেলা শব্দটি সম্পূর্ণ হিন্দু ধর্মের সাথে সংশ্লিষ্ট। সুতরাং মহান রাজাধিরাজ আল্লাহর শানে এই অশ্লীলতার ইঙ্গিতবাহী ‌হিন্দুয়ানী শব্দটি ব্যবহার করা জায়েজ নয়।

ইসলামের দৃষ্টিিতে আশ্চর্য জনক কোন কিছু দেখলে ‘সুবহানাল্লাহ!’ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি) বলা‌ সুন্নাত। এটি বহু হাদিস দ্বারা সুপ্রমাণিত।

কেউ না জানার কারণে মহান আল্লাহর শানে “আল্লাহর লীলা খেলা” শব্দটি ব্যবহার করে থাকলে তার উচিত, অনতিবিলম্বে আল্লাহর কাছে তওবা করা। নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু।

আল্লাহু আলাম।

জনপ্রিয় খবর