মুফতি মাসউদ দিনাজপুর
প্রশ্নঃসালাতুল হাজাত নামাজ কি?এবং পড়ার নিয়ম কি?জানালে উপকৃত হব।
উত্তরঃসালাতুল হাজত এর অর্থ প্রয়োজনের নামাজ। মানুষ যখন শারীরিক বা মানসিকভাবে কোনও দুশ্চিন্তায় পড়ে তখন এ নামাজ পড়তে হয়। এটি একটি বিশেষ নফল ইবাদত। বিশেষ কোনও হালাল চাহিদা পূরণের জন্য বা মনের যেকোন আশা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে সালাতুল হাজত বলা হয়।
হুযায়ফা (রাঃ) বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন কোন সংকটে পড়তেন, তখন সালাতে রত হতেন।
(আবু দাউদ-১৩১৯, সালাত অধ্যায়-২, অনুচ্ছেদ-৩১২, ছহিহুল জামে-হা/৪৭০৩, মিশকাত- ১৩১৫)

সালাতুল হাজত নামাজের আলাদা কোনও নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। তবে নিয়ত রাখবেন, দুই রাকাত সালাতুল হাজত পড়ছি। যেহেতু কুরআন হাদীসে এটি আদায় করার আলাদা কোনও নিয়ম বর্ণনা করা হয়নি। তাই এই নামাজ সূরা ফাতিহার সাথে যেকোন সূরা দিয়ে পড়া যায়। অর্থাৎ অন্যান্য স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে।
সালাতুল হাজাত নামাজ পরে দোয়া করলে দোয়া কবুল হয়।ইনশা-আল্লাহ