শিখোবাংলায়.কম: ভারতের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনলাইন সাইটে এক ভাই প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করার বিধান কী? আমরা অনেক সময় দেখি অনেক ইমাম নামাজের শেষে দোয়ার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করেন। ইসলামি শরিয়তে এ বিষয়ে কোনো বিধি-নিষেধ আছে কি না?
দারুল উলুম দেওবন্দ ৬০২০৫৮ নম্বর উত্তরে জানায়, ইসলামি শরিয়তের কোথাও কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে দোয়া শেষ করা প্রমাণিত নয়। এজন্য এভাবে দোয়া শেষ না করাই ভালো। দোয়া শেষে দরূদ ও আমিন বলা চাই। সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া সাইট।

