Wednesday, June 16, 2021
Home আজকের ফতোয়া ‘লা রইবা’ নাম রাখা যাবে?

‘লা রইবা’ নাম রাখা যাবে?

আবদুল্লাহ তামিম।।

শিশুর জন্মের পর তার জন্য একটি সুন্দর ইসলামি নাম রাখা প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য। মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের ন্যায় বাংলাদেশের মুসলিমরাও কুরআন হাদিসে বর্ণিত নামগুলো রাখতে পছন্দ করেন। কিন্তু অনারব হওয়ার কারণে অনেক সময় অর্থ না বুঝে এমনও নাম রেখে ফেলে যেগুলোর নাম সুন্দর নয়।

কুরআনে কারিমে ব্যবহৃত এমনই একটি শব্দ ‘লা রইবা’। অনেকে এ নামটি রাখেন। এমনই একটি প্রশ্ন এসেছে ভারতের দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে।

৬০১৯৪৩ নম্বর পশ্নে জিজ্ঞেস করা হয়, ‘লা রইবা’ নাম রাখা যাবে কি?

দেওবন্দের ফতোয়ার ওয়েব সাইটে এ প্রশ্নের জবাবে বলা হয়, ‘লা রইবা’ শব্দটি সুন্দর অর্থবহ নাম নয়, এর অর্থ ‘কোনো সন্দেহ নেই’। সুন্দর অর্থবহ নাম রাখা প্রয়োজন। সূত্র: দেওবন্দ ফতোয়া সাইট।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর