শিখো বাংলায়.কম: চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফয়জুল পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
জানা যায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। তিনি সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

