শিখো বাংলায়.কম: ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের জন্য নুরুল ইসলাম আকরামকে সভাপতি ও শেখ মোহাম্মদ আল আমিনকে সেক্রেটারি জেনারেল করে ঘোষিত হয় কমিটি।
শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নতুন কমিটির নাম ঘোষণা করে তাদের শপথ পাঠ করান।
পূর্ব ঘোষণা অনুযায়ী গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে তা অনুষ্ঠিত হয়।য়
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, সরকারের আশে পাশের কিছু লোক ইসলাম ও সরকারের সাথে দ্বন্দ্ব তৈরি করার ষড়যন্ত্র করছে। এসময় তিনি ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

