শিখোবাংলায়.কম: করোনাভাইরাস টিকা নেওয়ার পর সুইজারল্যান্ডের লুজার্নে একজনের মৃত্যু হয়েছে। বুধবার লুজার্নের স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে টিকা গ্রহণের ফলে সৃষ্ট কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে এ ব্যক্তির মৃত্যু হয়েছে কি-না এ বিষয়ে এখনও স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি।
স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, ইতোমধ্যে আমরা তার মৃত্যুর বিষয়টি সুইসমেডিককে অবহিত করেছি। প্রয়োজনীয় পরীক্ষা শেষে সুইসমেডিক কী সিদ্ধান্ত দেয়, সেটার ওপর ভিত্তি করে আমরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলতে পারব।
প্রশাসন আরো বলছে, এছাড়া কখন এ ব্যক্তি টিকা গ্রহণ করেছিলেন এবং কোন সময়ে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও বিস্তারিতভাবে কোনো তথ্য জানায়নি লুজার্নের স্থানীয় প্রশাসন।

