ইয়াহইয়া বিন আবু বকর: গত রবিবারে দখলকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে অবস্হিত ‘নবী মুসা মসজিদে’ একদল যুবক-যুবতী নাচ-গান ও মদের অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে ফিলিস্তিনিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা গেছে, একদল যুবক-যুবতী ‘নবী মুসা মসজিদ’ এর ভিতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীত গাইছে ও নাচছে ও অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের মাঝে মদ পরিবেশন করছে ৷
এদিকে ঘটনার তদন্তের জন্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়িহ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের বিচারপতি মাহমুদ আল-হাবাশ বলেছেন, ‘আমি হজরত মুসা মসজিদের সম্মান ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধের বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল অধ্যাপক আকরাম আল-খতিবের সাথে কথা বলেছি। অনতিবিলম্বে এতে জড়িত প্রমাণিত প্রত্যেককেই শাস্তি পেতে হবে। সূত্র: আখবারুল খলিজ আরবী

