Saturday, February 27, 2021
Home বাংলাদশে সংবাদ তৌহিদী জনতার ক্ষোভের মুখে ইসলামবিরোধী ‌‘কমান্ডো’র টিজার সরাতে বাধ্য হলেন কর্তৃপক্ষ

তৌহিদী জনতার ক্ষোভের মুখে ইসলামবিরোধী ‌‘কমান্ডো’র টিজার সরাতে বাধ্য হলেন কর্তৃপক্ষ

শিখোবাংলায়: তৌহিদী জনতার ক্ষোভ ও সমালোচনার মুখে ইসলামকে অবমাননা করা ‘কমান্ডো’ নামক সিনেমাটির টিজার সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

সিনেমাটিতে ইসলামকে পরিকল্পিতভাবে ঘায়েল করায় তা নিয়ে ক্ষেভে ফুঁসে ওঠেন দেশের ধর্মপ্রাণ জনগন। তারই প্রেক্ষিতে সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান।

উল্লেখ্য, ‘কমান্ডো’ নামক সিনেমাটির টিজার প্রকাশের পর দেখা যায় তাতে ইসলামকে, কালেমাকে দেশ বিরোধী হিসেবে আখায়িত করা হয়েছে। এছাড়াও তাতে কালেমার পতাকাকে জঙ্গীর ট্যাগ লাগিয়ে প্রচার করা হয়েছে।

সিনেমাটিতে ইসলামকে অবমাননা করায় নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ ও ক্ষোভ জানাতে থাকেন ফেসবুক ব্যবহারকারী তরুন সমাজ ও ধর্মপ্রাণ মুসলমান। সিনেমাটি প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ারও দাবি তুলেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। তারই প্রেক্ষিতে টিজারটি সরিয়ে নিতে বাধ্য হন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর