শিখো বাংলায়.কম: ‘সীরাত পঠিত হোক প্রতিটি ঘরে ঘরে’ আর কবি নজরুল ইসলামের অমিয়বাণী ‘তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামের মুরীদ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ৫০ হাজার সীরাত গ্রন্থ বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে ডাহুক সাংস্কৃতিক সংগঠন।
গত শুক্রবার (২৫ ডিসেম্বর) আছরের পর ও মাগরিবের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এ কর্মসূচীর সূচনা হয়।
জামিয়া ওসমান ইবনে আফফানের মুহতামিম ও সীরাত বিতরণ কর্মসূচীর প্রধান সমন্বয়ক মাওলানা মাহমুদ হাসান সিরাজী আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে, একটা আদর্শ সমাজ গড়ে তুলতে ও একটি সভ্য পরিবার নিয়ে বেঁচে থাকতে জীবনের প্রতিটি সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত চর্চার বিকল্প নেই। তাই আমাদের এ কর্মসূচীর আয়োজন।
তিনি জানান, আমরা গত শুক্রবার ৩০০ সীরাত গ্রন্থ বিতরণ করেছি। বিভিন্ন স্কুল-কলেজ, ভার্সিটিতে আমাদের প্রতিনিধি রয়েছে। আমরা তাদের মাধ্যমে সীরাত গ্রন্থ বিতরণ করব। ইনশা আল্লাহ।
সীরাত গ্রন্থ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন- খ্যাতিমান আলেমেদীন, রাষ্ট্রচিন্তক ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দূ বিভাগের প্রফেসর মাওলানা গোলাম রাব্বানী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- কওমী অঙ্গনের স্বপ্নবাজ তরুণ, কওমী উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সীরাত বিতরণ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা মাহমুদ হাসান সিরাজী, বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাকির হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ নাজির আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেলসহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সীরাত বিতরণ কর্মসূচী বাস্তবায়নে সার্বিক তত্বাবধানে রয়েছেন এম আরিফুল ইসলাম সিকদার। নির্দেশনায় আছেন ডাহুক সভাপতি এম ইকবাল
এর আগে গত বছরও সীরাত গ্রন্থ বিতরণ করেছে সংগঠনটি। গত বছর অমুসলিমদের মাঝে সীরাত বিতরণ করা হয়।