শিখো বাংলায়.কম: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া দুই দিনের জোড় ইজতেমায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ জুমার নামাজ পরিচালনা করেন টিন শেড মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোলাইমান।
এদিকে আজ সকালে আম বয়ানের মধ্য দিয়ে আলমী শুরার এ জোড় ইজতেমার কর্মসূচি শুরু হয়। এ জোড়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ইজতেমা ময়দানে ছুটে আসছেন তাবলীগের সাথী ও সাল-চিল্লা ওয়ালা আলেমগণ। এছাড়া পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন। আলমী শুরার ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের তত্ত্বাবধানে চলছে জোড় ইজতেমা।
জানা যায়, এ জোড় ইজতেমায় চার জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এরমধ্যে ঢাকার দুই হাজার পাঁচশ’, গাজীপুরের সাতশ’, টাঙ্গাইলের চারশ’ এবং মানিকগঞ্জ জেলার চারশ’ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় তিন থেকে চার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন এ জোড় ইজতেমায়। আগামীকাল (১৯ডিসেম্বর) শনিবার মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ জোড় ইজতেমা।

