শিখো বাংলায়.কম: আজ বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর থেকে শুরু হল হিজরি ১৪৪২ সালের জুমাদাল উলা মাস। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রবিউস সানি ৩০ দিনে পূর্ণ হয়ে শুরু হল জুমাদাল উলা।
এ মাসের আইয়ামে বীযের (১৩, ১৪, ১৫ জুমাদাল উলার) সাওম পালনের তারিখ হয় ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর (মঙ্গল, বুধ, বৃহস্পতিবার)। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চান্দ্র মাসের মাঝের এই তিন দিনের সাওম পালন করতেন।
নবীজিকে ভালবাসা ও তাকে অনুসরণে এদিনগুলোতে রোজা অনেক সওয়াবের কাজ।
বিজ্ঞাপন
