শিখো বাংলায়.কম: হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর জানাজা আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ইসলাম টাইমসকে এতথ্য নিশ্চিত করেছেন জামিয়া বারিধারার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর দাফনের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এর আগে মাওলানা কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমীকে এইচডিইউতে নেয়া হয়।

শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।