মাওঃ সুজাউল ইসলাম সুমন
অমুসলিমের ঘরে খানা খাওয়ার বিধান
প্রশ্ন হিন্দুদের ঘরে (ভাত, চা, নাস্তা বা অন্য কিছু) খাবার ব্যাপারে ইসলামে কোন বিধিনিষেধ আছে কি না?
উত্তরঃ প্রয়োজন ছাড়া হিন্দুদের ঘরে খাওয়া উচিত নয়৷ প্রয়োজনে খেতে হলে পাত্র ও বস্তুর পাক-পবিত্রতা জেনে নিতে হবে৷ বিশেষ করে তাদের হাতে জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবেনা৷
বিজ্ঞাপন

দলিলঃ ফতোয়ায়ে আলমগীরী ঃ 5/347( জাকারিয়া)