Wednesday, June 16, 2021
Home বাংলাদশে সংবাদ ভাস্কর্য ইসলামী রাষ্ট্রে শোভা পাচ্ছে; এর সাথে ইসলামের সংঘর্ষ নেই: আশিক্কীনে আউলিয়া

ভাস্কর্য ইসলামী রাষ্ট্রে শোভা পাচ্ছে; এর সাথে ইসলামের সংঘর্ষ নেই: আশিক্কীনে আউলিয়া

শিখোবাংলায়.কম: ভাস্কর্যের সাথে ইসলামের সংঘর্ষ নেই বলে দাবি করেছে আশিক্বীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ।

রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব হানিফ নূরী এই দাবি করেন।

তিনি বলেন, ভাস্কর্য সৌন্দর্যের প্রতীক, যা সব ইসলামী রাষ্ট্রে শোভা পাচ্ছে। সাম্প্রদায়িক শক্তি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে অরাজকতা সৃষ্টি করছে। ভাস্কর্য বিরোধীরাই দরগাহ, মাজার এবং খানকা শরীফ ভেঙ্গে ফেলার প্রকাশ্য হুমকি দিচ্ছেন।

আশিক্কীনে আউলিয়া সংগঠনের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ নানা স্থাপনা যারা ভেঙ্গে ফেলার দুঃসাহস করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ভাস্কর্য ও মাজার বিরোধীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর