শিখোবাংলায়.কম: অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা নূর হোসাইন কাসেমীর ব্যক্তিগত সহকারী ও বারিধারা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ মাসউদ।
আজ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৮ টায় আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে হাসপাতালে যান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। সাথে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
এ সময় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া করেন।
জানা গেছে, আল্লামা কাসেমী বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঠাণ্ডাজনিত সমস্যাসহ আরও কিছু রোগের জন্য ডাক্তারের বিশেষ পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।

