Wednesday, January 20, 2021
Home বাংলাদশে সংবাদ আজান দেওয়া অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন মুয়াজ্জিন

আজান দেওয়া অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন মুয়াজ্জিন

শিখোবাংলায়.কম: আজান দেওয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ওই এলাকার খান্দার আগপাড়া জামে মসজিদে মৃত্যু হয় মুয়াজ্জিনের। বিষয়টি নিশ্চিত করেছেন আগপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। নিহত মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

স্থানীয়ারা জানায়, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পর আর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায়নি। এর স্থানীয়রা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি ওই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর