Tuesday, April 20, 2021
Home আজকের ফতোয়া আল্লাহ এর কাছে কি দোয়া করবেন

আল্লাহ এর কাছে কি দোয়া করবেন

মুফতি মাসউদুর রহমান ওবাইদী

আল্লাহ এর কাছে কি দোয়া করবেন.. [ চলুন জেনে নেই ]

নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন ! গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দোয়া করবেন আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন !

সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !

.অন্যের কাছে অপদস্থ না হওয়ার দোয়া করবেন !

বিজ্ঞাপনImage is not loaded

 বদ নজর থাকে বাঁচার জন্য দোয়া করবেন !

☛বিপদ বালা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !

☛নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন !

☛, ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন !

☛ মুনাফিকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !

.☛ নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন !

☛পিতামাতার জন্য দোয়া করবেন !

☛সন্তান সন্ততির জন্য দোয়া করবেন !

☛ সন্তান সন্ততি স্বামী স্ত্রী-নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন !

☛, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দোয়া করবেন !

☛,সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন !

☛, ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন !

☛ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন !

.☛, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন !

☛, যারা আপনার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন !

☛, যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন !

☛,ইসলামের পথে থাকা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !

☛, ইসলাম সম্প্রসারণের জন্য দোয়া করবেন !

☛, ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন !

☛, আপনার প্রয়োজন পূরণের জন্য দোয়া করবেন !

.☛, রোগ মুক্তির জন্য দোয়া করবেন !

☛,হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন !

☛,হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !

☛,সহজে ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন !

☛, কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন !

☛, অন্যের উপর বোঝা স্বরূপ না হওয়ার জন্য দোয়া করবেন !

☛, বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !

.☛,শির্ক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !

☛, লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !

☛, ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন !

☛,সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন !

☛, বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !

.☛, জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবেন !

☛,জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !

☛,কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন !

☛,সকল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !

☛,প্রতিদিন কুরআন তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !

☛,নবীজির শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন ।

☛, দাজ্জালের ফেতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !

.☛, সকল রকম ফেতনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !

☛, মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।

জনপ্রিয় খবর