শিখোবাংলায়.কম: স্বামী হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। গত শুক্রবার এ বিবাহবিচ্ছেদ হয়। এরপর এ বিষয়ে নিজের ফেসবুকে একটি স্টাটাস দিলে নানাজন নানা মন্তব্য করেন।
মন্তব্যকারীদের উদ্দেশে অপর একটি স্টাটাসে তিনি লিখেন, ‘প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে। শেষটাও সম্মান দিয়ে ভালোবাসার সাথে শেষ হতে পারে। আমার কষ্ট, আমার অভিমান সব আমার কাছেই থাক। সবাই একটা কথা মনে রাখবেন, মানুষকে ছোট করা আল্লাহ কখনোই পছন্দ করেন না।’
ফারিয়ার সাবেক স্বামী হারুন অর রশীদ অপু ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। গত ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু ও ফারিয়ার আংটি বদল হয়। তারা বিয়ে করেন গত বছরের ১ ফেব্রুয়ারি।

