মুফতী মাসউদুর রহমান ওবাইদী
প্রশ্নঃ আমাদের এলাকায় কিছু আলেম বলেন যে খানা খাওয়ার সময় টুপি রাখা সুন্নাত৷ অনেক আলেম এর বিরোধিতাও করেন৷ কোনটি সঠিক?
উত্তরঃ সর্বদা মাথায় টুপি রাখা সুন্নাত৷ খানা খাওয়া ওই সময়ের অংশ বিধায় ওই সময়ও সুন্নাত হবে৷ তবে তা খানা খাওয়ার সুন্নাত নয়, বরং পোশাকের সুন্নাত৷
দলিলঃ ফতোয়ায়ে আলমগীরীঃ6/365(জাকারিয়া)
আহসানুল ফতোয়াঃ8/182(সাঈদ)৷
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
