Sunday, June 20, 2021
Home আজকের ফতোয়া খানা খাওয়ার সময় টুপি পরিধান করার বিধান

খানা খাওয়ার সময় টুপি পরিধান করার বিধান

মুফতী মাসউদুর রহমান ওবাইদী

প্রশ্নঃ  আমাদের এলাকায় কিছু আলেম বলেন যে খানা খাওয়ার সময় টুপি রাখা সুন্নাত৷ অনেক আলেম এর বিরোধিতাও করেন৷ কোনটি সঠিক?

উত্তরঃ  সর্বদা মাথায় টুপি রাখা সুন্নাত৷ খানা খাওয়া ওই সময়ের অংশ বিধায় ওই সময়ও সুন্নাত হবে৷ তবে তা খানা খাওয়ার সুন্নাত নয়, বরং পোশাকের সুন্নাত৷

দলিলঃ ফতোয়ায়ে আলমগীরীঃ6/365(জাকারিয়া)

আহসানুল ফতোয়াঃ8/182(সাঈদ)৷

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর