মুফতী মাসউদুর রহমান ওবাইদী
দায়েমী অর্থ ,অবিরাম,, চিরস্থায়ী
প্রশ্নঃ পুরুষের এবং মহিলাদের দায়েমী ফরজ কয়টি ও কি কি?
উত্তরঃ একজন পুরুষের দায়েমী ফরজ ৩(তিন) টি :-
১:-২৪ ঘন্টা (সব সময় ) ঈমানী হালতে থাকা।

২:-সতর ঢাকিয়া রাখা ।
৩:- মা -বোন কে পর্দায় রাখা ।
একজন মহিলার জন্য দায়েমী ফরজ ৫(পাঁচ )টি
১:-২৪ ঘন্টা সব সময় ঈমানী হালতে থাকা।
২:-সতর ঢাকিয়া রাখা।
৩:-পর্দা করা।
৪:-ছোট আওয়াজে কথা বলা ।
৫:-স্বামীর মালের হেফাজত করা।
পুরুষের দায়েমী সুন্নাত ১০(দশ)টি:-
১:-শুধু গোসল এবং ঘুম ব্যাতীত ২৪ ঘন্টা মাথায় টুপি রাখা ।
২:-চুল সুন্নত তরীকায় কাঁটা,, (চুল কাটার সুন্নত তরিকা হলো তিনটি)
(ক)সমস্ত চুল ছেঁটে ফেলা (খ)পিছনে বাবরি রাখা (গ)চারও পাশ থেকে সমান ভাবে চুল কাঁটা ।
৩:-মোছ খাটো করা।
৪:-মেসওয়াক করা ।
৫:- দাড়ি লম্বা রাখা।
৬:-সুন্নতি পোশাক পরা।
৭:- প্রতি সপ্তাহে কম পক্ষে একবার নক কাটা।
৮:-গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা(৪১ দিনের মধ্যে কম পক্ষে একবার কাঁটতেই হবে।
৯:-পায়খানার রাস্তায় ঢিলা এবং
১০:-প্রশ্রাবের রাস্তায় কুলুব ব্যাবহার করা।
# -একজন মহিলার জন্য দায়েমী সুন্নাত ৭(সাত)টি:-
১:-মাথায় চুল আচরিয়ে সুন্দর ভাবে পরিপাটি রাখা ।
২:- মেসওয়াক করা।
৩:-সুন্নতি পোশাক পরিধান করা ।
৪:- সপ্তাহে কম পক্ষে এক বার নক কাঁটা.
৫:-গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা (৪১ দিনের মধ্যে কম পক্ষে একবার কাঁটতেই হবে)
৬:-পায়খানার রাস্তায় ঢিলা ব্যাবহার করা।
৭:-মাসিক চলাকালীন সময় পট্টি ব্যাবহার করা ।
আমরা সকলেই এই সুন্নাতগুলি আদায়ের চেষ্টা করব ইনশা-আল্লাহ্ ।