শিখোবাংলায়.কম: আলজেরিয়ায় জন্মগ্রহণকারী এক মুসলিম ধর্মীয় নেতার নাগরিকত্ব বাতিল করেছে অস্ট্রেলিয়া। ২০০৫ সালের এক সন্ত্রাসী হামলা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আবদুল নাসের বেনব্রিকা নামের এই ধর্মীয় নেতাকে ২০০৯ সালে ১৫ বছরের জেল দেয় আদালত। আগামী মাসে তার মুক্তি পাওয়ার কথা।
এক্ষেত্রে অস্ত্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন বলেছেন, অস্ট্রেলিয়ার জনসাধারণকে সুরক্ষিত রাখতে তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে আরো বলা হয়, অস্ট্রেলিয়ার ভিতরে অবস্থান করা তিনিই হবেন প্রথম ব্যক্তি, যার নাগরিকত্ব কেড়ে নেয়া হচ্ছে। তবে সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তার আইনজীবীরা।
তবে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, সরকার শুধু ওইসব ব্যক্তির নাগরিকত্ব বাতিল করতে পারে, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে। এর ফলে দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি রাষ্ট্রহীন হয়ে পড়েন না।
সূত্র : বিবিসি

