শিখোবাংলায়.কম: পাকিস্তানে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে সরকারিভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিলেও দেশটির কেন্দ্রিয় মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া মাদরাসাসমূহ বন্ধ না করার ঘোষণা দিয়েছে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাওলানা কারী মুহাম্মাদ হানীফ জালন্ধরী ঘোষণা করেছেন যে, আমরা করোনার কারণে দ্বীনী মাদরাসাসমূহ বন্ধ করব না।
এর আগে গতকাল সোমবার পাকিস্তানের শিক্ষামন্ত্রী করোনার দ্বিতীয় সংক্রমণ পরিস্থিতিতে ২৬ নভেম্বর থেকে একমাসের জন্য দেশটির সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন।
সূত্র: এক্সপ্রেস নিউজ

