Sunday, June 20, 2021
Home সাময়িক প্রসঙ্গে বলিউড ফেরত অভিনেত্রী বিয়ে করলেন এক মুফতিকে

বলিউড ফেরত অভিনেত্রী বিয়ে করলেন এক মুফতিকে

শিখোবাংলায়.কম: ধর্মের টানে গত অক্টোবরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। বলিউড ছাড়ার পর এবার তিনি বিয়ে করলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে। ভারতীয় সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস অনলাইন জানিয়েছে, সানা খান ও মুফতি আনাসের বিয়ে পড়িয়েছেন তাবলীগ জামাতের মুরব্বী মাওলানা আহমদ লাট।

এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী। শুক্রবার সানার বিয়ে হয়েছে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন ব্যবসায়ী আলেম।

ভারতের মেয়েরা বিয়েতে সাধারণত যেভাবে সাজগোজ করেন, সানা খান তার বিপরীতে এরাবিয়ান মেয়েদের আদলে সেজেছেন। ব্যয়বহুল খরচের বাইরে তিনি সাদাসিধেভাবেই বিয়ে করেছেন বলে মিল্লাত টাইমসের খবরে বলা হয়েছে।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর