Monday, June 21, 2021
Home ইসলাম প্রতিদিন দীর্ঘ গবেষণার পর ইসলাম গ্রহণ করলেন খ্যাতিমান নারী বক্সার রুবি মিসু

দীর্ঘ গবেষণার পর ইসলাম গ্রহণ করলেন খ্যাতিমান নারী বক্সার রুবি মিসু

শিখোবাংলায়.কম: নেদারল্যান্ডসের খ্যাতিমান নারী বক্সার রুবি মিসু ইসলাম গ্রহণ করেছেন। আগের নাম বদলে মুসলিম নাম রেখেছেন সাইয়েদা তাইসুন।

আলজাজিরা জানায়, গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের বিষয়টি জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইয়েদা তাইসুন ইসলাম করে বলেন, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি।

এর আগে গত সোমবার ইনস্টাগ্রামে নেদারল্যান্ডসের একটি মসজিদের সামনে দাঁড়ানো একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘আমি অত্যন্ত গর্বিত, কয়েক বছর দীর্ঘ গবেষণার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি যদিও আগেই মনে মনে কলেমা পাঠ করেছিলাম, কিন্তু এবার মসজিদে জনসমক্ষে কলেমায়ে শাহাদাত পাঠ করলাম। আলহামদুুলিল্লাহ! আমি খুবই সৌভাগ্যবতী!

সাইয়েদা তাইসুনের ইসলাম গ্রহণের খবর তিউনিশিয়ান বক্সার হাদি সুলেমানি ফেসবুকে পোস্ট করার পরই মুহূর্তেই তা ভাইরাল হয়। অনলাইন এক্টিভিস্টগণ নওমুসলিম এ তারকাকে শুভ কামনা জানান, তার সুন্দর জীবন কামনা করেন।

বক্সার হাদি সুলেমানি লিখেন, সাবেক ডাচ বক্সিং কুইন রুবি গতকাল নেদারল্যান্ডসের একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার! তিনি যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আল্লাহ রুবিকে কবুল করুন। সুরক্ষিত জীবন দান করুন। আমিন। সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর