মুফতী মাসউদুর রহমান ওবাইদী
আল্লাহ তা’য়ালা মানুষকে বিভিন্নভাবে পরিক্ষা করেন৷
(1) কখনো আল্লাহ আমাদের দুর্বল করে দেন, আমরা অধিক শক্তিশালী হবার জন্য।
(2)কখনো আল্লাহ আমাদের হৃদয় চূর্ণ করে দেন, আমাদের পরিপূর্ণ করার জন্য।
(3) কখনো আল্লাহ আমাদের দুঃখ সইতে দেন, অধিক সহনশীল হবার জন্য।

(4) কখনো আল্লাহ আমাদের ব্যর্থতা দেন, জীবন সংগ্রামে জয়ী হবার জন্য।
(5) কখনো আল্লাহ আমাদের একাকীত্ব দেন, অধিক সচেতনহবার জন্য।
(6) কখনো আল্লাহ আমাদের সর্বস্ব ছিনিয়ে নেন, আল্লাহর রহমতের মূল্য বুঝার জন্য!
আল্লাহ বলেন:- “এবং অবশ্যই আমি তোমাদের কে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে হে নবী আপনি সুসংবাদ দিন ধৈর্য ধারনকারীদের।” (সূরা আল বাক্বারাহ -১৫৫) আল্লাহ আমাদের সকলকে, সকল অবস্থাতে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক। আমিন।