Tuesday, April 20, 2021
Home আজকের ফতোয়া পর্দার আড়াল থেকে ফেরিওয়ালার সাথে নারীদের লেনদেন

পর্দার আড়াল থেকে ফেরিওয়ালার সাথে নারীদের লেনদেন

মুফতী মাসউদুর রহমান ওবাইদী

প্রশ্নঃ পুরুষ লোক বাসায় আছে ঠিকই৷ কিন্তু পড়াশোনা বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় পুরুষ লোকের অলসতার কারণে মহিলারা ফেরিওয়ালা থেকে জিনিসপত্র বা সদাইপত্র (পর্দার আড়ালে থেকে) কেনাকাটা করে৷ সুতরাং এমতাবস্থায় বেগানা পুরুষদের (ফেরিওয়ালাদের) সাথে যে বাড়িস্থ মহিলাদের কথাবার্তা হলো এ কথাবার্তায় শরীয়তে কতটুকু অনুমতি আছে? দলিলসহ জানতে ইচ্ছুক৷

উত্তরঃ  বর্ণিত অবস্থায় যেহেতু প্রয়োজন নেই; তাই বেগানা পুরুষের সাথে কথা বলায় গোনাহ হবে৷

দলিলঃ বাহরুর রায়েকঃ 1/270(সাঈদ)

মিনহাজুল খালেকঃ 1/270( সাঈদ)

বিজ্ঞাপনImage is not loaded

এমদাদুল ফতোয়াঃ 4/197( জাকারিয়া)৷

জনপ্রিয় খবর