শিখোবাংলায়.কম: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাকস্বাধীনতার নামে আবারও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার পক্ষে কথা বলেছেন।
তিনি বলেন, বিদেশে সংকট তৈরি হলেও এ কারণে ফ্রান্স বাকস্বাধীনতার নীতিতে পরিবর্তন আনবে না। খবর পার্সটুডের।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার কারণে মুসলিমবিশ্বে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
স্কুলের ক্লাসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের পর এক শিক্ষক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ম্যাক্রোর বলেছিলেন, ফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনা থামবে না।
এরপর গোটা মুসলিম বিশ্বেই ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এখনও বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যেই ম্যাক্রন তার আগের বক্তব্য পুনর্ব্যক্ত করলেন।

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে এ পর্যন্ত কয়েকবার ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে শার্লি এবদো ম্যাগাজিন। তারা এটিকে বাকস্বাধীনতা বলে দাবি করছে।
অবশ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বললে তখন সেটা আর বাকস্বাধীনতা থাকে না। আইনি পদক্ষেপ নেয়া হয়।