Friday, February 26, 2021
Home বাংলাদশে সংবাদ প্রফেসর হামিদুর রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

প্রফেসর হামিদুর রহমান অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

শিখোবাংলায়.কম: হাফেজ্জী হুজুর রহ. ও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক ছাহেব রহ.-এর খলীফা প্রফেসর মাওলানা মুহাম্মাদ হামীদুর রহমান মারাত্মক অসুস্থ্।সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

আজ শুক্রবার ভোরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখনো অপরিবর্তীত।এর আগে গত ৫ নভেম্বর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে একই হাসপালের আইসিইউতে ভর্তি করা হয় এবং দীর্ঘ একসপ্তাহ চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

বিজ্ঞাপনImage is not loaded
বিজ্ঞাপনImage is not loaded

জনপ্রিয় খবর