শিখোবাংলায়.কম: চট্টগ্রামে ‘ইসলামের দৃষ্টিতে বিয়ে’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি মারকাজ ‘জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর’ এর উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ তথা ইফতা বিভাগের ছাত্রদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
আজ বুধবার (১১ নভেম্বর) জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে ‘ইসলামের দৃষ্টিতে বিবাহ’ বা ‘আন নিকাহু ফিল ইসলাম’ বিষয়ক আলোচনা করা হয়।
এতে বক্তারা যুবক-যুবতীদের বিয়ের বয়স, সময় ও অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সেমিনারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামিয়ার শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মাহমূদ হাসান, নায়েবে মুহতামিম আল্লামা আইয়ুব বাবুনগরী, জামিয়ার মুহাদ্দিস মুফতি মীর হুসাইন রামগড়ী, ড. হাফেজ হারুন আজিজী নদভী, জামিয়ার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি রহীমুল্লাহ শাহনগরী, জামিয়ার নাজেমে দারুল ইকামাহ মাহমুদ শাহ ধর্মপুরী, ফরীদুল আলম সাতকানবী, মুফতি ইকবাল আজীমপুরী, মুফতি একরাম পাঠকনগরী, ফরিদুল আলম আমিনী প্রমূখ।

