মুফতী মাসউদুর রহমান ওবাইদী
প্রশ্নঃ স্বামী-স্ত্রী একে অন্যকে নাভির নিচের অংশ বা নাভির ফাঁকা স্থানে চুমু দিতে পারবে কি না? অথবা পরস্পরের তলপেটে চুমু দিতে পারবে কি না? এবং একে অন্যের নির্দিষ্ট অঙ্গে চুমু দিতে অথবা চুষতে পারবে কি না? যদি পারে তাহলে তা তাকওয়ার পরিপন্থী হবে কি না?
উত্তরঃ স্বামী-স্ত্রী পরস্পরের তলপেটে চুমু দেওয়া জায়েয আছে৷
স্বামী-স্ত্রী পরস্পরের লজ্জাস্থানে চুমু দেওয়া বা চোষা মাকরূহে তাহরীমী৷ যে জবান দিয়ে আল্লাহ তা’য়ালার নাম উচ্চারিত হয় এবং পবিত্র কোরআন পাঠ করা হয়, সেই জবানকে এ ধরনের অপছন্দনীয় কাজে ব্যবহার করা কিভাবে বৈধ হতে পারে?
দলিলঃ বাদায়ে 5/119( সাঈদ)

রদ্দুল মুহতারঃ 6/366,337( সাঈদ)
ফতোয়ায়ে আলমগীরীঃ5/372( জাকারিয়া) আহসানুল ফতোয়াঃ 8/45( সাঈদ)৷