মুফতী মাসউদুর রহমান ওবাইদী
প্রশ্নঃ একজন মাহরাম মহিলা স্বীয় মাহরাম পুরুষের সামনে কোন কোন অঙ্গ কতটুকু খোলা রাখতে পারবে?
উত্তরঃ মহিলাদের জন্য স্বামী ছাড়া অন্য কাউকে বিনা প্রয়োজনে শরীরের কোন অঙ্গ দেখানোর অনুমতি নেই৷ তবে নিজ মাহরামদের সামনে হাঁটু থেকে সিনা পর্যন্ত বাদ দিয়ে অন্য অঙ্গ প্রতঙ্গের কাপড় কোন সময় খুলে গেলে মাহরামের নজর পড়ার গুনাহ হবে না৷ তবে ফিতনার আশঙ্কা থাকলে তাও ঢেকে রাখা জরুরি৷
দলিলঃ রদ্দুল মুহতারঃ 6/367( সাঈদ)
ফতোয়ায়ে আলমগীরীঃ 5/368( জাকারিয়া)

ফতোয়ায়ে কাজী খানঃ4/367( আশরাফিয়া)৷